ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলো গুগলের মেসেজিং অ্যাপ ‘অ্যালো’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এলো গুগলের মেসেজিং অ্যাপ ‘অ্যালো’

অবশেষে সার্চ জায়ান্টের সেই বহুল অপেক্ষিত মেসেজিং অ্যাপ অ্যালো’র আনুষ্ঠানিক প্রকাশ হলো। আইওএস ও অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপটি যে আজকেই অবমুক্ত হচ্ছে তা সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে আগে থেকেই জানানো হয়েছিল।

কিছুদিন আগে ‘ডুয়ো’ নামে আরেকটি অ্যাপ উন্মুক্ত করে গুগল। যেবার প্রাধান্য পেয়েছিল ভিডিও, আর এবার অ্যালোতে মেসেজিং এর পাশাপাশি ফটো, অডিও মেসেজ, স্টিকারস ব্যবহার, স্ন্যাপচ্যাটের মতো ছবির উপর আাঁকা সহ স্থান সম্পর্কিত তথ্য পাঠানোর সুবিধা থাকছে।

এতে মেসেজগুলো এনক্রিপটেড থাকবেনা তবে গোপনীয়তা রক্ষায় থাকছে বিশেষ মোড। এছাড়া মেসেজগুলো কতদিন পর্যন্ত থাকবে বা কত সময়ের মধ্যে মুছে যাবে তাও নির্ধারণ কের দেয়া যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ইন্সটল করতে হবে। প্রথমবার অ্যাপটি চালু করতে গেলে এটি ব্যবহারকারীকে গুগল ডুয়ো’র মতো ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। ভেরিফিকেশনের পর অ্যাপটি প্রোফাইল পিকচার এবং নাম দিতে বলবে। অ্যালো ভেরিফিকেশনের জন্য এসএমএস ভেরিফিকেশন সার্ভারস স্থাপন করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া বলা হচ্ছে, গুগল হ্যাঙ্গআউটের ফিচারগুলো ছাড়াই মেসেজিং অ্যাপটির ইন্টারফেস ঠিক ওরকম। এর বেশ খোলামেলা ইন্টারফেসটি মেসেজিং’র জন্য সম্পূর্ণ কার্যকর।

সম্প্রতিকালে অ্যাপটির ফাঁস হওয়া স্ক্রিনশর্টের সাথে এ মুহূর্তে প্রকাশিত অ্যাপকে মেলালে দেখা যাচ্ছে এর কোনো কিছুই পরিবর্তন হয়নি।

এতে একসাথে ২০টি ছবি পাঠানো যাবে যেখানে হোয়াটসঅ্যাপের সীমা ১০টি। নোটিফিকেশনেও কিছুটা পরিবর্তন এসেছে, যেমন কেউ মেসেজ দিলে দ্রুত উত্তর দিতে অ্যাপটিতে স্মার্ট রেসপন্স আসবে।

বিভিন্ন ফিচারের মধ্যে গুগল অ্যাসিসটেন্টকে অ্যালোর সবেচয়ে চমকপ্রদ ফিচার বলে মনে করা হচ্ছে। অ্যাপটি ব্যবহারের সময় এটি @google chatbot রুপে উপস্থাপন হবে। যার মাধ্যমে চ্যাটিং এর সময় রেস্টুরেন্ট, নেভিগেশন, ফাইন্ড ফটো, ওয়েদার, তথ্য সেবা কিংবা অন্যান্য বিষয় সম্পর্কে কমান্ড করতে পারবে। গ্রুপ চ্যাটেও সুবিধাগুলো পাওয়া যাবে।

সার্চ জায়ান্টের এই অ্যাসিস্টেন্ট জনপ্রিয় অন্যান্য মেসেজিং অ্যাপের চেয়ে এক ধাপ এগিয়ে। প্রযুক্তিটি আসন্ন অ্যান্ড্রয়েড নাগেট ৭.১ সংস্করণে থাকার কথা রয়েছে।

এ ধরনের প্রযুক্তির তালিকায় রয়েছে মাইক্রোসফটের কর্টানা এবং অ্যাপলের সিরি।

আলোচকরা গুগলের সর্বাধুনিক নতুন মোবাইল চ্যাটিং অ্যাপ অ্যালো’কে হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দী হিসেবে মনে করছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।