ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিক্রি হয়ে যাচ্ছে টুইটার!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
বিক্রি হয়ে যাচ্ছে টুইটার!

বিক্রি হয়ে যাচ্ছে বর্তমান বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। বিক্রির বিষয়ে টুইটার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনবিসি খবরটির সত্যতা অনেকটা নিশ্চিত বলেই দাবি করেছে।

২০১৩ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর থেকে ভালো যাচ্ছে না টুইটারের দিনকাল। প্রতিনিয়ত তাদের লড়াই করতে হচ্ছে প্রতিদন্ধী প্রতিষ্ঠান ফেসবুকের সাথে। বিশ্বজুড়ে তারকাদের মন জয় করতে পারলেও, সাধারনের কাছে এখনো জনপ্রিয় নয় টুইটার।

তাই ফেসবুকের ১.৭১ বিলিয়ন ব্যবহারকারীর বিপরীতে টুইটার পিছিয়ে আছে অনেকখানি। গুঞ্জন রয়েছে যে টুইটারের অন্দর মহলের অবস্থাও নাকি ভালো নয়, ব্যবস্থাপকদের মধ্যে শুরু হয়েছে অন্তকোন্দল।

সিএনবিসি এ ব্যাপারে আরো জানায়, টুইটার বিক্রির বিষয়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন এবং সেলসফোর্সের সাথে যোগাযোগ করা হয়েছে। একইসাথে যোগাযোগ করা হচ্ছে আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে।

ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে অল্প কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করা হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর থেকে।
তবে ভেতর ভেতর এতোসব ঘটে গেলেও বিষয়টি নিয়ে এখনও সিএনবিসি’র কাছে মুখ খোলেনি গুগল বা টুইটার কেউই। আর সেলসফোর্স কোন ধরনের মন্তব্য করতেই রাজী হয়নি।

এদিকে টুইটার বিক্রির খবরে বেড়ে গেছে শেয়ারের দাম। গত শুক্রবার খবরটি চাউর হতে না হতেই শেয়ারের দাম ২০ থেকে ২২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। ২০১৩ সালের পর এই প্রথম টুইটারের শেয়ার একদিনে এতো পরিমান বাড়লো।

টুইটারের বর্তমান বাজার দর প্রায় ১৬ বিলিয়ন ডলার। এখন কত ডলার এর দাম উঠে, সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।