ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১ মাসের মধ্যে দুই ভিটিএস’র লাইসেন্স নবায়ন না হলে বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
১ মাসের মধ্যে দুই ভিটিএস’র লাইসেন্স নবায়ন না হলে বাতিল

ঢাকা: আগামী এক মাসের মধ্যে দুই ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় ‘সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল লি.’ এবং ‘জি৪এস সিকিউর সল্যুশন্স বাংলাদেশ (প্রা.) লি.’কে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।



মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক (লাইসেন্সিং) এম. এ. তালেব হোসেন স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যানবাহনের অবস্থান নির্ণয়, দূরত্ব নিয়ন্ত্রণ এবং তথ্য উপাত্ত পর্যবেক্ষণের লক্ষ্যে ২০০৯ সালের ২৬ এপ্রিল কমিশন থেকে ইস্যুকৃত ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) গাইডলাইন অনুযায়ী কমিশন থেকে ভিটিএস লাইসেন্স ইস্যু করা হয়।

লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো ভিটিএস গাইডলাইন, লাইসেন্সের শর্ত এবং কমিশনের সার্কুলার অনুযায়ী বছর বছর বার্ষিক লাইসেন্স ফি কমিশনে জমা দেওয়া এবং ৫ বছর অন্তর লাইসেন্স নবায়নের বিধান রয়েছে।

‘বর্ণিত ভিটিএস লাইসেন্সের মেয়াদ অতিক্রান্ত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে ইস্যুকৃত ভিটিএস লাইসেন্সের কোনো বৈধতা নেই। সুতরাং, উক্ত লাইসেন্সসমূহের অধীনে সকল কার্যক্রম অবৈধ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। ’

গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অনুকূলে লাইসেন্স নবায়নের জন্য আবেদনের নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানসমূহের মধ্যে কোনোটি আবেদনে আগ্রহী না হলেও অবহিত করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল না করলে পরবর্তীতে এ সব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের কার্যক্রম আর গ্রহণ করা হবে না এবং লাইসেন্স বাতিল হবে বলেও বিটিআরসির নোটিশে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।