ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসিফের বিজ্ঞান বক্তৃতা শনিবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আসিফের বিজ্ঞান বক্তৃতা শনিবার

ঢাকা: ‘ওরা কেন আসেনি’ শিরোনামে বক্তব্য রাখবেন পেশাদার বিজ্ঞান বক্তা আসিফ। শনিবার (০১ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এটি অনুষ্ঠিত হবে।

এর আয়োজন করছে ডিসকাশন প্রজেক্ট নামে একটি বিজ্ঞান সংগঠন।

শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞান সংগঠনটি জানিয়েছে, এটি তাদের ৬৫তম ওপেন ডিসকাসন। পৃথিবীর বাইরে মহাজাগতিক সভ্যতা নিয়ে আলোচনা করবেন আসিফ, যিনি দীর্ঘ দুই যুগ ধরে এ বিষয়ে বক্তৃতা করে আসছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টায় টিকিট দেখিয়ে আলোচনায় অংশ নেওয়া যাবে, উত্থাপন করা যাবে নিজের প্রশ্নগুলোও।

এ বিষয়ে ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মী যোয়েল কর্মকার জানিয়েছেন, টিকিটের বিনিময় মূল্য মাত্র ২শ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য দর্শনী ১শ টাকা ধার্য করা হয়েছে। আসন সংখ্যা সীমিত। ০১৯১৪৪৩৪৩৮০ নম্বরে ফোন করে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া টিকিট পাওয়া যাবে শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্র ও অনুষ্ঠানস্থানে।

পৃথিবীর বাইরে মানুষের মতো কিংবা আরও বেশি সভ্য-বুদ্ধিমান প্রাণী থাকার সম্ভাবনার কথা বলে থাকেন বিজ্ঞানীরা। তারা এমন এক মহাসভ্য ভিনগ্রহী জাতির কথা বলে থাকেন, যারা নাকি নিজ গ্যালাক্সির সবগুলো সূর্যের আলোকে কব্জা করে ফেলতে পারে। কিন্তু গ্যালাকটিক আলোয় ছুটে চলা ওই আন্তঃনাক্ষত্রিক অভিযাত্রীদের দেখা কেন পায়নি মানুষ? আদৌ কি পৃথিবী ভিন্ন অন্য কোনো বাসযোগ্য বিশ্ব রয়েছে এই মহজাগতে? এসব প্রশ্নকে ঘিরেই এ বক্তৃতা।

বিজ্ঞানচিন্তক আসিফ তার ‘বিবর্তনের পথে ইতিহাসের বাঁকে’ গ্রন্থের জন্য ২০১৫ সালে বাংলা একাডেমি থেকে হালিমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।