ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান হলেন ক্রিস্টোফার লাসকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান হলেন ক্রিস্টোফার লাসকা

ঢাকা: গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ক্রিস্টোফার লাসকা। গত ২৮ সেপ্টেম্বর বোর্ডের ১৭০তম সভায় সদস্যরা এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে গ্রামীণফোন।


 
সিগভে ব্রেক্কে, যিনি গত বছরের আগস্টে টেলিনর গ্রুপের সিইও হয়েছেন তার পরিবর্তে লাসকা গ্রামীণফোন বোর্ডের পরিচালক নিযুক্ত হন বলে বোববার (০২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।  
 
লাসকা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বোর্ড গর্ভন্যান্স অ্যান্ড পার্টনারশিপ রিলেশনস (এশিয়া) হিসেবে সিংগাপুরে কর্মরত আছেন।
 
তিনি ২০০০ সালে টেলিনরে যোগ দেন এবং এশিয়া ও ইউরোপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০১৬ আগস্টে টেলিনরের এশিয়া কার্যালয়ে যোগদানের আগে তিনি ২০১১ থেকে টেলিনর হাঙ্গেরির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
 
নরওয়ের নাগরিক ক্রিস্টোফার লাসকা যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট সেন্টার থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতক ডিগ্রি এবং লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব মার্কেটিং থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
 
ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬ 
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।