ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটিইউ’র পুরস্কার পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আইটিইউ’র পুরস্কার পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইটিইউ টেলিকমিউনিকেশন ওয়ার্ল্ড-২০১৬’তে রিকগনিশন অব এক্সিলেন্স পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’...

ঢাকা: আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের আইটিইউ টেলিকমিউনিকেশন ওয়ার্ল্ড-২০১৬’তে রিকগনিশন অব এক্সিলেন্স পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ প্রকল্প।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইটিইউ’র সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাউ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিমন্ত্রী তারানা হালিম সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরস্কার প্রাপ্তির ছবি ও খবর দিয়েছেন।

২০১৭ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে বাংলাদেশ সরকারের।

তারানা হালিমের নেতৃত্বে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আইটিইউ সম্মেলনে অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।