ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

সেরা ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
সেরা ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে গ্রামীণফোন

গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডসের অষ্টম আয়োজনে গ্রামীণফোন বাংলাদেশের সেরা ব্র্যান্ড এবং সেরা টেলিযোগাযোগ ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে।

ঢাকা: গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডসের অষ্টম আয়োজনে গ্রামীণফোন বাংলাদেশের সেরা ব্র্যান্ড এবং সেরা টেলিযোগাযোগ ব্র্যান্ড হিসেবে পুরস্কার পেয়েছে।
 
বিশ্বের নেতৃস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান ক্যানটার মিলওয়ার্ড ব্রাউনের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ পুরস্কার দেয়।


 
বাংলাদেশের প্রথম টেলিকম ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সেরা ব্র্যান্ডের পুরস্কার পেল বলে বুধবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন।
 
দেশব্যাপী চার হাজার ৮০০ মানুষের উপর মিলওয়ার্ড ব্রাউন পরিচালিত এক জরিপের ভিত্তিতে ৩৩টি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।
 
গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং সোলায়মান আলম, বিজিএমই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেনের কাছ থেকে সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন।
 
সম্প্রতি স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সেরা ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।