ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শনিবারের ‘বউনি’ অফার আজকের ডিলে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
শনিবারের ‘বউনি’ অফার আজকের ডিলে

আধুনিক এই সময়ে গ্রাম-বাংলার ঐতিহ্য বউনি প্রথা আবারো ফিরে আসছে ই-কমার্স সাইট আজকের ডিলের হাত ধরে।

আধুনিক এই সময়ে গ্রাম-বাংলার ঐতিহ্য বউনি প্রথা আবারো ফিরে আসছে ই-কমার্স সাইট আজকের ডিলের হাত ধরে।

এখন থেকে প্রতি শনিবার আজকের ডিলে চলবে এই বউনি অফার জানিয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আজও সারাদিন চলেছে অফারটি।

ব্যবসার ক্ষেত্রে সাধারণত বউনি শব্দটি ব্যবহৃত হয়। এ শব্দটিকে শুভদ্যোতক হিসেবেই দেখা হয়। বউনি মানে উদ্বোধন, দোকান খোলার পর প্রথম বিক্রি। দিনের প্রথম ক্রেতা তাই দোকানদারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বউনি ক্রেতা লাভবান হয়ে থাকেন। কেননা ব্যবস্যায়ীরা এই বিক্রিকে লক্ষ্মী বলেই মেনে নেয়।

ফলে সেই ক্রেতার সাথে কোনও ধরনের দামাদামিতে যায় না। বিষয়টি কমবেশী অনেকরই জানা আছে।
আর ঠিক এ ধরনের সুবিধাই ক্রেতাদের জন্য শুরু করেছে বাংলাদেশের অন্যতম এই অনলাইন মার্কেটপ্লেস। বউনি অফারের আওতায় আজকের ডিলের বাছাই করা ২০ হাজারের বেশি পণ্য ২০-৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষ দিনকে সামনে রেখে ই-কমার্স সাইটগুলো এ ধরনের আয়োজন করে থাকে। চীনে আলিবাবা ডট কম আয়োজন করে সিঙ্গেলস ডে, আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে ব্ল্যাক ফ্রাইডে।

বাংলাদেশে এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। তাই আজকের ডিলও দেশের গ্রাহকদের জন্য এ ধরনের একটি আয়োজন করছে।

অফারটি পেতে ঘুরে আসুন: https://ajkerdeal.com/।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।