ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট দূর্নীতি ঠেকাতে মোবাইল ফোনে আগাম টিকিট শুরু হয়েছে। কিন্তু ঈদকে সামনে রেখে হঠাৎ করেই টিকিট কেনায় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ যাত্রীদের।
ধাপে ধাপে দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকে মোবাইল ফোনে টিকিট কেনার পদ্ধতি বুঝে উঠতে পারেন না। সঙ্গে আছে ‘মোবিক্যাশ রিফিল’ এবং ‘ক্যাশ পয়েন্ট’ এর সংকট।
উল্লেখ্য, গত ঈদে ভোর ৬টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া গেলেও এবার সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল ৯টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের আগাম টিকিট কেনা যাবে।
ঢাকার কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ২১ আগস্ট ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে মোবাইল ফোনে ট্রেনের টিকিট সংগ্রহের জন্য যে কেউ ট্রেন ছাড়ার ১০ দিন আগে টিকিট কাটতে পারবেন। এ জন্য গত ১২ আগস্ট থেকেই মোবাইল ফোনে ঈদের টিকিট পাওয়া যাচ্ছে।
এ মূহূর্তে মোবাইল ফোন সেবাদাতা গ্রামীণফোন ও বাংলালিংকের মাধ্যমে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। আগ্রহীরা ট্রেনের টিকিট কাটার পদ্ধতি সম্পর্কে জানতে http://www.grameenphone.com/bn/mobile-lifestyle/marketplace/mobicash এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১