ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসএসএল কমার্জে বিজয় উল্লাস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসএসএল কমার্জে বিজয় উল্লাস ছবি: সংগৃহীত

বিজয়ের মাসের উদযাপনকে আরও বেশি আনন্দময় করতে দেশের অন্যতম অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জ বিজয়ের মাস উপলক্ষে নিয়ে এসেছে দারুণ কিছু অফার।
 

বিজয়ের মাসের উদযাপনকে আরও বেশি আনন্দময় করতে দেশের অন্যতম অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জ বিজয়ের মাস উপলক্ষে নিয়ে এসেছে দারুণ কিছু অফার।

৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অফারে প্রতিষ্ঠানটির হাজারেরও অধিক মার্চেন্ট থেকে ২০০০ বা তার বেশি টাকার কেনাকাটা করে অনলাইনে পেমেন্ট করলেই যে কেউ জিতে নিতে পারবে ‘ইস্টার্ন ব্যাংক লিমিটেড’ এর সৌজন্যে ২ টি আইফোন ৭, Vromon.com.bd এর সৌজন্যে ১ জন ফিরতি টিকেট সহ ২ দিনের ‘থাইল্যান্ড ট্যুর’ দুসাই রিসোর্ট এবং স্পা এর সৌজন্যে ১ জন ভাগ্যবান প্রিয়জনের সাথে উপভোগ করতে পারবেন দুসাই রিসোর্ট এবং স্পা’তে (১ রাত ১ দিন) ঘুরে আসার সুযোগ।

এছাড়া ১০ জন ভাগ্যবান পাবেন Hungrynaki.com এর সৌজন্যে ২০০০ টাকা মুল্যের ফুড ভাউচার এবং ১০ জন পাবেন easy.com.bd এর সৌজন্যে ১০০০ টাকার মোবাইল রিচার্জ।

বিজেতাদের খুঁজে নেয়া হবে ৠাফেল ড্র এর মাধ্যমে। অফারটি চলবে পুরো ৩১ ডিসেম্বর পর্যন্ত
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।