ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আরও পাঁচশোর বেশি পর্ন সাইট বন্ধ করছে সরকার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরও পাঁচশোর বেশি পর্ন সাইট বন্ধ করছে সরকার ছবি: প্রতীকী

কয়েকশো বন্ধের পর আরও পাঁচশোর বেশি পর্ন ওয়েবসাইট বন্ধ করতে তালিকা প্রস্তুত করেছে সরকার। ওয়েবসাইটগুলোর অধিকাংশই স্থানীয়ভাবে পরিচালিত।

ঢাকা: কয়েকশো বন্ধের পর আরও পাঁচশোর বেশি পর্ন ওয়েবসাইট বন্ধ করতে তালিকা প্রস্তুত করেছে সরকার। ওয়েবসাইটগুলোর অধিকাংশই স্থানীয়ভাবে পরিচালিত।

অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয়গুলোকে আগে রাখা রাখা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সবগুলো মোবাইল ফোন অপারেটর, ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটরস, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরস, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ অপারেটরস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসকে তাদের ডোমেইন থেকে ওয়েবসাইটগুলো ব্লক করতে বলে।

তালিকা পাওয়ার পর কাজ শুরু করেছে কোম্পানিগুলো। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু ওয়েবসাইট এখনই বন্ধ করা যাচ্ছে না বলেও জানিয়েছে বিটিআরসি। স্থানীয়ভাবে পরিচালিত ওয়েবসাইটগুলো ব্লক তালিকার প্রথমে রয়েছে।

দেশের তরুণ সমাজকে সচেতন করতে, তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

এর আগে ২৮ নভেম্বর সচিবালয়ে ‘অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ’ সভায় পর্নসাইটগুলো বন্ধের সিদ্ধান্ত হয়।

ইন্টারনেট বিস্তারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কনটেন্টের কারণে বিভিন্ন সময় বিটিআরসিতে অভিযোগ আসছিলো বলে জানায় টেলিযোগাযোগ বিভাগ। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর কনটেন্ট বন্ধ ও পর্ন ওয়েবসাইট বন্ধের উদ্যোগ নেয় সরকার।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।