ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুলিয়ারচরে রবিনের ল্যাব পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
কুলিয়ারচরে রবিনের ল্যাব পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক কুলিয়ারচরে রবিনের ল্যাব পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলক। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেটের আবিষ্কারক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফজলে রাব্বি রবিনের ল্যাব পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি উপজেলা বাজারে রবিনের স্কাইনেট টেকনোলজিস প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রবিনকে সরকারিভাবে আর্থিক ও সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ও কুলিয়ারচর পৌরসভার মেয়র ইমতিয়াজ বিন মুসা জিসান।

বাংলানিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রবিন বলেন, বাংলানিউজে প্রথম আমাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। তারপর অনেক পত্রিকা আমাকে নিয়ে লেখালেখি করেছে।

এর আগে ২১ জুন বাংলানিউজে ‘রবিনের তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

** রবিনের তারহীন ব্রডব্যান্ড ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।