ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
নোয়াখালীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু নোয়াখালীতে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু-ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালী জিলা স্কুলে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জিলা স্কুল অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

পরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মাহে আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মো. মোশারফ হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার কৃপাময় চাকমা ও পরিবেশ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মেলায় সরকারি ও বেসরকারি সংস্থাসহ ৭০টি স্টল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।