ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লাইভ লোকেশন শেয়ারিং ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
লাইভ লোকেশন শেয়ারিং ফিচার আসছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ফেসবুকের হাতে আসার পর থেকেই প্রতিনিয়ত গ্রাহকদের আকৃষ্ট করতে নানা কসরত করে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তাদের সেসব উদ্যোগও কিন্তু বিফলে যাচ্ছে না।
 

নতুন নতুন ফিচার যোগ হওয়ায় ক্রমেই বেড়ে চলছে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা। তারই ধারাবাহিকতায় এবার লাইভ লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

পূর্বে হোয়াটসঅ্যাপে সর্বশেষ লোকেশন শেয়ার করা গেলেও লাইভ লোকেশন শেয়ারের ব্যবস্থা এই প্রথম। তবে ফিচারটি এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য।

তথ্য মতে, ফিচারটি ডিঅ্যাক্টিভেট মোডে থাকবে। ব্যবহারকারীরা চাইলে সেটিং অপশন থেকে সেটি এনাবল করে নিতে পারবেন।

এরপর ব্যবহারকারীরা তাদের লাইভ লোকেশন বন্ধুদের সাথে ইচ্ছেমত শেয়ার করতে পারবেন। গত বছরের হিসাবে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।