ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩০ মার্চ থেকে ‘সিটিআইটি ২০১৭ মেলা’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
৩০ মার্চ থেকে ‘সিটিআইটি ২০১৭ মেলা’ ৩০ মার্চ থেকে সিটিআইটি মেলা

‘কম্পিউটার পণ্য সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে আগামী ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘সিটিআইটি ২০১৭ মেলা’।
 

নয় দিনব্যাপী এই মেলা শেষ হবে ৭ এপ্রিল। প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে প্রতিটি প্রযুক্তিপণ্যের ওপর মূল্যছাড় এবং সঙ্গে উপহার।

এছাড়া রয়েছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতাসহ আরও নানা আয়োজন।

মেলায় প্রবেশ টিকিটের মূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে।

এছাড়া সিটিআইটি ২০১৭-এর দর্শণার্থীদের জন্য প্রতিদিনই থাকছে ৠাফল ড্র। ল্যাপটপসহ ১০টি আকর্ষণীয় উপহার পাবেন ৠাফেল ড্র’র ভাগ্যভান বজয়ীরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।