দীর্ঘ প্রতিক্ষা আর জল্পনাকল্পনার ইতি টেনে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি এখন ঢাকায়।
নাইজেরিয়ার সঙ্গে ম্যাচে অংশ নিতে কলকাতা থেকে উড়ে এসেছে মেসির আর্জেন্টিনা দল।
তবে এ ম্যাচের টিকিট পেতে শেষমুহূর্তে চলছে ছোটাছুটি। আর এ টিকেট পেতে অনলাইনেই আছে সমাধান।
এখনই ডটকম (www.akhoni.com) সীমিত আকারে এ ম্যাচের অনলাইন টিকেট বিক্রি শুরু করেছে। আগ্রহীরা এ অনলাইন বিকিকিনি সাইটের মাধ্যমে তাৎক্ষণিক টিকেট ক্রয় করতে পারবেন।
এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বাংলানিউজকে বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের ম্যাচের টিকিট অনলাইন কিনতেই এখন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এ উদ্দেশ্যকে সামনে রেখে এখনই ডটকম মেসির ঢাকা জাদু প্রদর্শনীর টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৫:৩০ মিনিট থেকে এখনই ডটকম আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু করেছে।
এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান অনলাইন টিকিটের দাম প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, অধিক মূল্য দিয়ে নয়। বরং এখনই ডটকমে শতকরা ৫০ ভাগ মূল্যছাড়ে এ টিকিট কেনা যাচ্ছে। এ মুহূর্তে টিকিটের দাম ৩ হাজার ৭৫০ টাকা। এর প্রকৃত মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
তবে এ টিকিটের সংখ্যা খুব বেশি নয়। এ টিকিট ক্রয়ে আছে সুনির্দিষ্ট কিছু শর্ত। এখনই ডটকম সাইটে প্রবেশ করলে পাওয়া যাবে আর্জেন্টিনা-নাইজেরিয়া টিকেট ক্রয়ের প্রয়োজনীয় সব শর্ত।
বাংলাদেশ সময় ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১১