ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭০ শতাংশ প্রিন্টিং খরচ কমাবে বিগপ্রিন্ট লেজার টোনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
৭০ শতাংশ প্রিন্টিং খরচ কমাবে বিগপ্রিন্ট লেজার টোনার বিগপ্রিন্ট লেজার টোনার উদ্বোধন করছেন সিস্টেমআই টেকনোলজিস লিমিটেডের উধ্র্বতন কর্মকর্তারা

বিগপ্রিন্ট ব্র্যান্ডের নতুন লেজার প্রিন্টার টোনার কার্টিজ বাজারে ছেড়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। এইচপি, ক্যানন, স্যামসাং, ব্রাদার, ডেল, লেক্সমার্ক, কনিকা মিনোলটাসহ যেকোন ব্র্যান্ডের লেজার প্রিন্টারে ব্যবহার করা যাবে এই টোনার।

শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বিগপ্রিন্ট টোনার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিস্টেমআই এর ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ বলেন, বিগপ্রিন্ট টোনার যেকোন আন্তর্জাতিক ব্র্যান্ডের টোনারের সম পরিমান প্রিন্ট করতে সক্ষম ও অফিসের প্রিন্টিং খরচ সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমাবে।

বিগপ্রিন্ট টোনার আপাতত ঢাকার যেকোন স্থানে হোম ডেলিভারি দেওয়া হবে এবং পর্যাক্রমে সারাদেশে ঘরে বসেই টোনার পাওয়া যাবে বলে জানান তিনি।

বিগপ্রিন্ট টোনার প্রজেক্টের পরিচালক লুৎফুল এহসান ও আমির মো. সাইফুল ইসলাম সহ  সংশিষ্টরা এবং আমন্ত্রিতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।