ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফিক্সড ডোম আইপি ক্যামেরায় কম আলোতেও মসৃণ ভিডিও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ফিক্সড ডোম আইপি ক্যামেরায় কম আলোতেও মসৃণ ভিডিও ইউনিভিউ ব্র্যান্ডের স্থির (ফিক্সড) ডোম ক্যামেরা

দেশের বাজারেই পাওয়া যাচ্ছে ইউনিভিউ ব্র্যান্ডের স্থির (ফিক্সড) ডোম ক্যামেরা আইপিসি৩২৩২ইআর-ডিভি(ভিএস)।
 

২ মেগাপিক্সেলের এই ক্যামেরা ৩টি প্রবাহের (ট্রিপল স্ট্রিম) মাধ্যমে ১৯২০ বাই ১০৮০ রেজুল্যুশনে ভিডিও ধারণ করে। এর ফ্রেম রেট ৩০ এফপিএস।


ক্যামেরাটিতে স্মার্ট আইআর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ইনফ্রারেড দুরত্ব ৩০ মিটার বা ৯৮ ফুট।

এর ‘ত্রিমাত্রিক ডিএনআর (ডিজিটাল নয়েস রিডাকশন)’ প্রযুক্তি স্বল্প আলোতেও মসৃণ ভিডিও ধারণ করতে সক্ষম।

ক্যামেরাটি সর্বাধুনিক এইচ২৬৫ সংকোচন পদ্ধতি ব্যবহারের ফলে হার্ডডিস্কে স্বল্প জায়গায় অধিক ভিডিও সংরক্ষণ করা যায়। আইপি৬৬ মানের এই ক্যামেরাটি সম্পূর্ণ আবহাওয়া বান্ধব (ওয়েদারপ্রুফ)। দেশের বাজারে পণ্যটির মূল্য ১৮,৫০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।