এবার বিমানেও অবিচল থাকবে ট্যাবলেট পিসির নেটওয়ার্ক। এরই মধ্যে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু খচিত বিমানে এ সেবা ঘরোয়াভাবে পরীক্ষা করা হচ্ছে।
অচিরেই এ সেবা আন্তর্জাতিকভাবেই উন্মুক্ত করবে ক্যানটাস এয়ারলাইনস। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
বিশ্বের প্রথম শ্রেণীর আকাশভ্রমণে নতুন মাত্রা যোগ করছে ক্যানটাস এয়ারলাইনস। এতে ক্যানটাস যাত্রীদের ভ্রমণে তারহীন (ওয়্যারলেস) ইন্টারনেটযুক্ত ট্যাবলেট পিসি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।
এখন অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে ‘বোয়িং ৭৬৭-৩০০’ ফ্লাইটে এ ট্যাবলেট সেবা পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে। আকাশভ্রমণের বিনোদনে নতুন অভিজ্ঞতা দিতে ক্যানটাস ব্রডকাস্ট সেবায় এটি সেরা সংযোজন হবে।
তবে কোনো ব্র্যান্ডের ট্যাবলেট পিসি এ সেবাভুক্ত করা হবে তা এখনও ক্যানটাস এয়ারলাইনস সূত্রে জানানো হয়নি। তবে এ তালিকায় আইপ্যাড থাকতে পারে-এ প্রশ্ন এয়ারলাইনস কর্তৃপক্ষ সরাসরি না বলেননি।
এ সেবার তালিকায় অচিরেই যুক্ত হবে স্মার্টফোন, ল্যাপটপ এবং যাত্রীদের নিজস্ব ট্যাবলেট পিসি। প্রাথমিক পর্যায়ে ট্যাবলেট পিসির এ সেবায় এয়ারলাইনস কর্তৃপক্ষ নিজস্ব ট্যাবলেট পিসি সরবরাহ করবে।
ক্যানটাস সূত্র জানিয়েছে, এ ট্যাবলেট পিসি বিশেষ কৌশলে তৈরি করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট বিমানের বাহিরে এটি বিকল হয়ে যায়। চুরি হওয়া প্রতিরোধেই এ ব্যবস্থা বলে জানানো হয়।
ক্যানটাস যাত্রী সেবা ব্যবস্থাপক অ্যালিসন ওয়েবস্টার জানান, বিশ্বে প্রথম এ সেবা চালু করতে পেরে ক্যানটাস এয়ারলাইনস দারুণ খুশি। ভবিষ্যতে আরও তারহীন সেবা উন্মোচনে ক্যানটাস কাজ করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অচিরেও এ সেবা আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দিতে ক্যানটাস এয়ারলাইনস কাজ করছে। তবে আন্তর্জাতিকভাবে এ সেবায় নিজস্ব ব্যবস্থাপনার ট্যাবলেট পিসি সরবরাহ করা হবে। এখন ট্যাবলেট পিসি ব্র্যান্ডিংয়ের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময় ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১