ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এশিয়ায় ৩টি গুগল সেন্টার

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১
এশিয়ায় ৩টি গুগল সেন্টার

গুগল এবার এশিয়ায় ঘর বাঁধছে। এশিয়াভুক্ত তিনটি দেশে সুরম্য তথ্যকেন্দ্র (ডাটা সেন্টার) স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে গুগল।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এশিয়ার ইন্টারনেটকেন্দ্রিক চাহিদা ও চাপ সামলাতে হিমশিম খাচ্ছে গুগল। তাই এশিয়াজুড়ে তাদের তথ্যকেন্দ্র স্থাপনটা এখন সময়ের দাবি। এ জন্য ২০ কোটি ডলারের অবকাঠামো উন্নয়ন বাজেটও অনুমোদন করেছে গুগল।

এ তথ্যকেন্দ্রগুলো স্থাপন প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের সর্ববৃহৎ ইন্টারনেটের বাজার এখন এশিয়া।

প্রতিদিনই এশিয়াজুড়ে ইন্টারনেট গ্রাহক বাড়ছে। সঙ্গে বাড়ছে এশিয়াকেন্দ্রিক গুগল চাহিদাও। এতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের গুগল তথ্যকেন্দ্রের চাপও বাড়ছে।

এরই মধ্যে সিঙ্গাপুর, তাইওয়ান এবং হংকং এ তিনটি ডাটা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গুগল। এ জন্য ৫৬ একর (২২.৬ হেক্টর) জায়গা খুঁজছে গুগল। এ তথ্যকেন্দ্রগুলো সর্বাধুনিক প্রযুক্তিবান্ধব কমপিউটার হাউস এবং টেলিকম সিস্টেম সুবিধাযুক্ত হবে। তাৎক্ষণিক গুগল ভোক্তাদের বাড়তি চাপ সামলাতে এ কেন্দ্রগুলো সৌরবিদ্যুৎশক্তি, সার্ভার লোড ব্যাকআপ এবং ডাটা অপারেশন নিশ্চিত করবে।

গুগল এশিয়া-প্যাসেফিকের যোগাযোগ ব্যবস্থাপক (নীতিমালা) তাজ জানান, এ মুহূর্তে এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধনশীল ইন্টারনেট ভোক্তার মহাদেশ। প্রতিদিনই বড় অঙ্কের ইন্টারনেট গ্রাহক বাড়ছে এ মহাদেশজুড়ে।

এখন চীন হচ্ছে বিশ্বের সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারীর দেশ। চীনের ঘরে ঘরে পৌঁছে গেছে ইন্টারনেটের সুবার্তা। চীন এখন ৪৮ কোটি ৫০ লাখ ইন্টারনেট ভোক্তার দেশ। আর চীনভিত্তিক সার্চইঞ্জিন ‘বাইদু’ চীনের ইন্টারনেট জনসংখ্যা ক্রমেই প্রযুক্তিবান্ধব করে তুলছে।

এশিয়াভিত্তিক অর্থনৈতিক সমীক্ষায় সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন, উন্নত বিশ্বের তুলনায় পিছিয়ে পড়া পৃথিবীর পশ্চিম অংশে অর্থনীতি এখন সুদৃঢ় হচ্ছে। আর এ বৈপ্লবিক পরিবর্তনের নেপথ্যে আছে তথ্যপ্রযু্ক্তি শিল্পের জাদুকরী ছোঁয়া।

এশিয়া এখন প্রযুক্তি শিল্পবিপ্লবের দেশ হয়ে উঠেছে। একে আরও শক্তিশালী করতে শিল্প বিকাশে নতুন ধারা, মেধাশক্তির চর্চা এবং কপিরাইট আইনের পূর্ণ বাস্তবায়ন একান্ত জরুরী। তাহলেই আর এশিয়াকে পিছিয়ে রাখা যাবে না।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষায় প্রকাশ, এ মুহূর্তে শিল্পবিপ্লবে তথ্যপ্রযুক্তি (আইসিটি) হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বিশ্বের শীর্ষ ২০টি দেশের তালিকাভুক্ত সাতটি দেশই হচ্ছে এশিয়ার। এর মধ্যে সিঙ্গাপুর অন্যতম।

এ শীর্ষ ২০ এর তালিকায় সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়। এখানে অস্ট্রেলিয়া, তাইওয়ান এবং জাপানও আছে গুরুত্বপূর্ণ অবস্থানে। অর্থাৎ এশিয়াজুড়ে এখন চলছে অর্থনৈতিক প্রযুক্তিবিপ্লব। গুগলের আগমন অন্তত এমন বার্তাই সুস্পষ্ট করছে।

বাংলাদেশ সময় ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।