ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক ব্যবহারে সবার উপরে ভারত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
ফেসবুক ব্যবহারে সবার উপরে ভারত ফেসবুকের প্রতীক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে শীর্ষে উঠে এসেছে ভারত। নিয়মিত ২৪ কোটি ১০ লাখ ব্যবহারকারীর লগইনের কল্যাণে যুক্তরাষ্ট্রকে পেছনে ঠেলে একশ’ ৩০ কোটি মানুষের (২০১৫ সালের হিসেবে) দেশটি সবার উপরে উঠে এলো। 

২৪ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাধ্যমে এর আগে শীর্ষে ছিলো যুক্তরাষ্ট্র।  

বর্তমানে বিশ্বব্যাপী দুইশ’ কোটি নিয়মিত ব্যবহারকারী রয়েছে, সম্প্রতি ফেসবুকের এমন পোস্টের পরপরই শীর্ষে উঠে এলো বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি (১৩১ কোটি মানুষ)।

 

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ছয়মাসে যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। এ সময়ে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর সংখ্যা ১২ শতাংশ বাড়লেও ভারতে বেড়েছে ২৭ শতাংশ। যা দেশটিকে ব্যবহারকারীর দিক থেকে সবার শীর্ষে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তবে মজার বিষয় হলো, ভারতের মোট ব্যবহারকারীর চার ভাগের তিন ভাগই পুরুষ। যেখানে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি, ৫৪ শতাংশ নারীই নিয়মিত সামাজিক এ যোগাযোগ মাধ্যমে ব্যস্ত সময় কাটাচ্ছেন।  

রিপোর্টে আরো একটি বিষয় নজের এসেছে তা হলো, ভারতের নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর অর্ধেকের বেশির বয়সই ২৫ এর কোটায়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।