ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিকিকিনির জাদুকাঠি গুগল ‘ওয়ালেট’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১
বিকিকিনির জাদুকাঠি গুগল ‘ওয়ালেট’

গুগলই এখন প্রযুক্তি বিপ্লবের মহানায়ক। নতুন করে এ কথা জানান দিতেই বিকিকিনিকেন্দ্রিক ‘ওয়ালেট’ সেবা নিয়ে আসছে গুগল।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

সুদীর্ঘ মোবাইল ফোনের রাজত্ব প্রায় অন্তিম ক্ষণে। এখন চলছে তথ্যপ্রযুক্তি বিপ্লবের যুগ।

এসেছে স্মার্টফোনের হাতছানি। সঙ্গে আছে অ্যানড্রইড সিস্টেমের জাদুকরী সব কলাকৌশল।

এ মুহূর্তে অ্যানড্রইড সিস্টেমের স্প্রিন্ট নেক্সাস এস ফোরজি মডেল থেকেই গুগল ওয়ালেটের বিকিকিনি সুবিধা উপভোগ করা যাবে।

অচিরেই এ সেবা অ্যানড্রইডভুক্ত করা হবে। ফলে পণ্য ক্রয়-বিক্রয়ে স্মার্টফোন হয়ে উঠবে ভ্রাম্যমাণ মানিব্যাগ।

গুগল ওয়ালেটের সুবিধা এখন শুধু যুক্তরাষ্ট্রেই উপভোগ করা সম্ভব। তবে এ সীমাবদ্ধতা অচিরেই তার সীমারেখা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে তা গুগলের আত্মবিশ্বাস থেকেই সুস্পষ্ট।

এ মুহূর্তে শুধু সিটি মাস্টার কার্ড এবং গুগল ডেবিট কার্ডের মাধ্যমে এ পেমেন্ট কার্যকর হবে। একটি সুনির্দিষ্ট এবং গোপন পিন কোডের মাধ্যমে পেপাস পদ্ধতিতে গুগল ওয়ালেট তার লেনদের কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই সুসম্পন্ন করবে।

এ সেবাকে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) হিসেবে অভিহিত করা হচ্ছে। এ মুহূর্তে গুগল ওয়ালেট মাইক্রোসাইটভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে আছে সাবওয়ে, জুমবা জুইস, রেডিওশেক, ফুট লকার, ব্লুমিংডেল এবং ওয়ালগ্রিন।

গুগলের এ ওয়ালেট সুবিধায় এসব স্বনামখ্যাত বিকিকিন প্রতিষ্ঠান এরই মধ্যে গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সেবা প্রদান করছে।

গত মে থেকে গুগল এ ওয়ালেট সুবিধা চালু করে। তবে শুরুতেই বহুমাত্রিক সেবা প্রতিষ্ঠানকে গুগল ওয়ালেটভুক্ত না করতে পারায় খানিকটা থমকে দাঁড়ায় এ সেবা। তবে এ সেবায় গুগল প্রথম সেবাদাতা হতেই এ আনাড়ম্বর সূচনা তা অনেকেই অনুমান করতে পারেনি।

অচিরেই আসন্ন প্রায় প্রতিটি অ্যানড্রইডযুক্ত স্মার্টফোনেই গুগল ওয়ালেট সুবিধা পাওয়া যাবে। ফলে স্মার্টফোন নির্মাতাদের সামনে গুগল আরও এক কঠিন চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছে। তবে স্মার্টফোনেই মানিব্যাগের সব ধরনের সুবিধা এতো তথ্যপ্রযুক্তিরই আর্শীবাদ। এটা তো নিতান্ত কম পাওয়া নয়।

বাংলাদেশ সময় ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।