ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিআইজেএফ’র নতুন সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
বিআইজেএফ’র নতুন সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বিন বিআইজেএফ’র নতুন সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বিন

ঢাকা: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচনে আরাফাত সিদ্দিকী সোহাগ সভাপতি এবং সাব্বিন হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১৭-১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ফলাফলে আরাফাত সিদ্দিকী সোহাগ ২৯ ভোটে সভাপতি, সাব্বিন হাসান ২৪ ভোটে সাধারণ সম্পাদক, তারিকুর রহমান বাদল ৩৭ ভোটে যুগ্ম সম্পাদক, মিজানুর রহমান সোহেল ৩৩ ভোটে প্রকাশনা ও গবেষণা সম্পাদক, গোলাম দস্তগীর তৌহিদ ৪৩ ভোটে কোষাধ্যক্ষ, ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ তুষার ৪৫ ভোটে সাংগঠনিক সম্পাদক, খালেদ আহসান ৩৬ ভোট এবং সুমন আফসার ২৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

প্রাথমিক ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা জব্বার

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজনীন কবির।

সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রাথমিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা জব্বার।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।