ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনায় ল্যাপটপ প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১
খুলনায় ল্যাপটপ প্রদর্শনী

আগামী অক্টোবরে খুলনা ল্যাপটপ এবং মোবাইল ফোন প্রদর্শনী শুরু হবে। এরই মধ্যে আসুস এর কো-স্পন্সর হয়েছে।

আয়োজক সূত্র আইডিয়া ফ্যাক্টরি এ তথ্য জানিয়েছে।

আয়োজক সূত্র বাংলানিউজকে জানিয়েছে, খুলনার এ ল্যাপটপ পণ্যপ্রদর্শনীতে আসুস সহপৃষ্ঠপোষক হিসেবে অংশগ্রহণ করবে।

এ প্রসঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের ব্র্যান্ড ইনচার্জ রাশেদুল হাসান জানান, বিভাগীয় শহর খুলনায় অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে আসুস ব্র্যান্ডের ল্যাপটপ, নোটবুক এবং নেটবুকসহ যে কোনো পণ্য ক্রয়ে থাকবে বিশেষ মূল্যছাড় আর উপহার।

এ প্রদর্শনীতে বন অধিদপ্তরের কারিগরি সহায়তায় সুন্দরবনকে ভোট দেওয়া যাবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ল্যাপটপ প্রদর্শনীর লার্নিং পার্টনার হিসেবে দর্শনার্থীদের প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেবে। আগামী ১৪ অক্টোবর থেকে খুলনার হোটেল টাইগার গার্ডেনে এ ল্যাপটপ এবং মোবাইল ফোন প্রদর্শনীর পর্দা উঠবে বলে আয়োজকরা জানিয়েছে।

বাংলাদেশ সময় ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।