ভারতে ব্যাঙ্গালুরুতে ‘ক্যাচ দি ওয়েভ অব নিউ আইডিয়া’ এ স্লোগানে সদ্য অনুষ্ঠিত হয়ে গেল দ্য এশিয়া প্যাসিফিক এইচআরএম (মানবসম্পদ ব্যবস্থাপনা) কংগ্রেস সম্মেলন। জিপি সূত্র এ তথ্য জানিয়েছে।
দ্য এশিয়া প্যাসিফিক কংগ্রেস হচ্ছে একটি বার্ষিক আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন। এ সম্মেলনে ২০০১ সাল থেকে বিশ্ববাণিজ্যে অবদান রাখার জন্য গুণী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
এ পদকের মূল উদ্দেশ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি উৎসাহিত করা। এর ফলে তারা আন্তর্জাতিক মানের মানবসম্পদের উন্নয়নকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
এ বছর ভারত ছাড়াও বিশ্বের বহু স্বনামধন্য প্রতিষ্ঠান এ সম্মেলনে অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশের জিপিআইটি অন্যতম। এ আন্তর্জাতিক সম্মেলনে জিপিআইটি মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় দুটি সম্মানসূচক পদক অর্জন করেন।
জিপিআইটি তার নিজস্ব কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়নের জন্য বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করার এ স্বীকৃতি পুরস্কার অর্জন করে। এ ছাড়াও জিপিআইটির মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দা ইয়াসমিন রহমান মানবসম্পদ উন্নয়ন ও বিকাশে তার অনবদ্য ভূমিকার জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে সম্মানসূচক বিশেষ পদক লাভ করেন।
এ সম্মেলনে আরও যেসব প্রতিষ্ঠান সম্মাননা পদক পায় তার মধ্যে ফিডেলিটি ন্যাশনাল ফিন্যান্সিয়্যাল ইন্ডিয়া, ইন্টারনেট গ্লোবাল সার্ভিসেস এবং মুরদা কমেনডেটেশন প্রাইভেট লিমিটেড অন্যতম।
বাংলাদেশ সময় ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১