ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৪ হাজারে এইচপি নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১
৪৪ হাজারে এইচপি নোটবুক

এইচপির নতুন মডেলের দুটি নোটবুক দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪ ইঞ্চি এলইডি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এইচপি৪৩০ মডেলের বৈশিষ্ট্য ৩এমবি ক্যাশ মেমোরি, ২জিবি ডিডিআরথ্র্রি র‌্যাম, ৩২০জিবি হার্ডডিস্ক, ২.১ গিগাহার্টজ প্রসেসর এবং ফ্রন্টসাইড বাস স্পিড ১৩৩৩ মেগাহার্টজ।

অন্যদিকে প্যাভিলিয়ন সিরিজের জি৪-১১০৭টিইউ মডেলের কনফিগারেশন এইচপি৪৩০ মডেলের মতো হলেও এর ডিসপ্লে সাইজ ১৪.১ইঞ্চি, প্রসেসর গতি ২.২ গিগা এবং হার্ডডিস্ক ৫০০জিবি।

তবে দুটি নোটবুকেই ডিভিডি রাইটার, ব্লুটুথ, কার্ড রিডার, ওয়েব ক্যাম এবং ল্যানকর্ড আছে। এ দুটি নোটবুকের সঙ্গে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। আছে ফ্রি ক্যারি কেস।

এ মুহূর্তে এইচপি৪৩০ নোটবুকের দাম ৪৪ হাজার। আর প্যাভিলিয়ন জি৪-১১০৭টিইউ মডেলের দাম ৪৭ হাজার ৭০০ টাকা। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। হ্যালো: ০১৭৩০ ৩৫৯২৬০।

বাংলাদেশ সময় ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।