ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অস্ট্রেলিয়াতেও আইফোন ঝড়

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
অস্ট্রেলিয়াতেও আইফোন ঝড়

এবার অস্ট্রেলিয়াতেও ঝড় তুলেছে আইফোন ৪এস। প্রত্যাশার চেয়েও দ্রুত এবং স্বল্প সময়ে আইফোন ৪এস বিক্রির হিড়িক এখন পুরো অস্ট্রেলিয়াজুড়ে।

সংবাদ সূত্র এ তথ্য জানিয়েছে।

স্টিভের মৃত্যুর ঠিক দু’দিন গত শুক্রবার (৭ অক্টোবর) অস্ট্রেলিয়ায় অ্যাপল স্টোরে পৌঁছে যায় আইফোন ৪এস। উন্মুক্ত আবেদন শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইন প্রিঅর্ডারে জমা পড়ে ১০ হাজার আবেদন।

অস্ট্রেলিয়ার শীর্ষ টেলিকম বিপণন প্রতিষ্ঠান টেলস্ট্রা জানিয়েছে, আইফোন ৪এস অস্ট্রেলিয়ার আগ্রহ সত্যিই অবাক করার মতো। বৈচিত্র্যের বিশ্লেষণে আইফোন ৪এস মোটেও আইফোন ৪ এর তুলনায় এগিয়ে নেই। এমন কথা বিশ্লেষকদের ভাষ্যতেই সোচ্চার ছিল।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এর বৈপীরত্য। এরই মধ্যে আইফোন ৪এস সমালোচকদের সমুচিত জবাব দিতে শুরু করেছে নতুন এ আইফোন। তবে বিশ্লেষকদের ভাষ্য, স্টিভের মৃত্যুর কারণেই এ পণ্যটি কিনতে আগ্রহী হয়ে উঠছেন সবাই। অনেকে আবার স্টিভের প্রতি শ্রদ্ধার জানাতেই এ আইফোন কিনছেন বলেও ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ার আইফোন বিপণন মুখপাত্র জানান, এরই মধ্যে ১০ হাজারেরও বেশি আইফোন ৪এস প্রিঅর্ডারে বিক্রি হয়ে গেছে। এখন এসবের বিপণন পরিকল্পনা নিয়েই তারা নির্ঘুম। অন্যদিকে ভোডাফোন সূত্র জানিয়েছে, একেবারেই অভূতপূর্ণ সাড়া। এতটা বোধহয় খোদ অ্যাপলও প্রত্যাশা করেনি। তবে স্টিভের ভাবনায় হয়তো এমনটাই লক্ষ্য ছিল।

বিপণন পরিচালক নোয়েল হামিল জানান, আইফোন ভক্তের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া আগে থেকেই শীর্ষে অবস্থান করছে। এবারও তার বিপরীত কিছু হচ্ছে না বলেই মনে হচ্ছে। এ ছাড়াও এবারই প্রথম প্রিঅর্ডারে আইফোন বিক্রির মহাপরিকল্পান নেওয়া হয়েছে। তাই নেই কোনো ধরনের দীর্ঘ লাইন। আর হুড়োহুড়ি। তবে সাড়া আগের যে কোনো আইফোনের তুলনায় ফাটাফাটি।

গত রোববার (৯ অক্টোবর) থেকে অস্ট্রেলিয়ায় আইফোন ৪এস এর প্রিঅর্ডার নেওয়া শুরু হয়। আর শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফুরিয়ে যায় ১০ হাজার আইফোন। ডিজিটাল পণ্য বিশ্লেষকদের ভাষ্যমতে, আইফোন ৪এস মডেলে তেমন কোনো নতুনত্ব আসেনি। তবে অবয়বে খানিকটা পরিবর্তন এসেছে। বেড়েছে স্টোরেজ সামর্থ্য। বলতে গেলে অনেকটা আইফোন৪ এর মতোই এসেছে নতুন এ সংস্করণ।

তবে আইফোন ৪এস মডেলের সবচে আকর্ষণীয় ফিচার হচ্ছে ভয়েস কমান্ড সিস্টেম। ‘সিরি’ নামের এ ভয়েস ফিচারের মাধ্যমে কণ্ঠবার্তা শুনেই কাজ করবে আইফোন ৪এস। এ ফিচারটি সব বয়সীদের জন্যই চাহিদা এবং গুরুত্ব এ দুটোই পূরণেই সার্মথ্য রাখে।

বাংলাদেশ সময় ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।