ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের মুনাফা বেড়েছে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১
গুগলের মুনাফা বেড়েছে

গুগলের মুনাফা আরও ২৬ ভাগ বেড়েছে। সার্চগুরু গুগল ত্রৈমাসিক মুনাফা ঘোষণা করেছে।

এবারে তাদের মুনাফা ২১৭ থেকে ২৭৩ কোটি ডলারে (১৭৪ কোটি ইউরো) উন্নীত হয়েছে। গুগল সূত্র এ তথ্য জানিয়েছে।

গুগল+ এ মুনাফার বাড়ানো কাজ করেছে করেছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা জানিয়েছেন। এ মুনাফা বৃদ্ধির প্রসঙ্গে গুগল প্রধান ল্যারি পেজ জানান, এবারের ত্রৈমাসিকে গুগল+ এর মাধ্যমেই এ মুনাফা অর্জন করা সম্ভব হয়েছে। এ মুনাফা ছিল অপ্রত্যাশিত। এরই মধ্যে গুগলের আন্তর্জাতিক শেয়ারমূল্যও বেড়েছে ৬ ভাগ।

গুগল সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ গত এপ্রিলে এরিককে সিইও পদের দায়িত্ব দেন। সুতরাং এ সাফল্য তারও ভূমিকা আছে বলেও ল্যারি জানান। এ মুহূর্তে গুগল+ হচ্ছে গুগলের সবচে অগ্রগামী সেবা। এরই মধ্যে এ সামাজিক সাইটে ৪ কোটি গ্রাহক নিবন্ধন করেছেন।

২০০৪ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত গুগল ৮০ কোটি গ্রাহককে একেবারে বিনামূল্যে সেবা দিয়ে আসছে। আর বিনামূলো সেবা দিয়েও বাণিজ্যিক সফল হওয়ার এ নতুন ‘ই-তত্ত্ব’ বাণিজ্যের দুনিয়ায় নতুন মাইলফলক স্থাপন করেছে।

বাংলাদেশ সময় ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।