ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এবারে ঢাকায় ‘ই-এশিয়া’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১
এবারে ঢাকায় ‘ই-এশিয়া’

এবারের ই-এশিয়ার আসর বসছে বাংলাদেশে। আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘ই-এশিয়া২০১১’।

আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

তিন দিনব্যাপী এ আয়োজনে দেশ ও বিদেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য প্রদর্শনের সুযোগ পাবে। এরই মধ্যে এ আসরে অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে।

অংশগ্রহণে প্রদর্শকদের আবেদন অবশ্যই ই-এশিয়া২০১১ পর্বের প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। ই-এশিয়ার ওয়েবসাইটের (www.e-asia.org) নির্ধারিত আবেদন ফরমে (http://e-asia.org/2011/exhibition/Exhibition-Form.aspx) আগ্রহীদের আবেদন জমা দিতে বলা হয়েছে। এ আবেদনের শেষ সময় ২৪ অক্টোবর।

এ আবেদনের প্রেক্ষিতে প্রদর্শকদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এ সম্মেলনের বিস্তারিত তথ্য জানতে ই-এশিয়ার ([email protected]) এ ইমেইলে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময় ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।