ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ও মোবাইল অপারেটরগুলোতে ২৫ কেবিপিএস (কিলোবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ সরবরাহের কারণে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টারনেট কার্যত বন্ধ হয়ে পড়ে।
ইন্টারনেট ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এসএসসি পরীক্ষা চলাকালীন দিনগুলোতে ২৫ কেবিপিএস গতিতে মোবাইলে ইন্টারনেট সেবা দিতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী ১২, ১৩, ১৫ ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে। এছাড়া ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্তও ইন্টারনেটে ধীরগতি থাকবে।
সরকারের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
প্রশ্নফাঁস এড়াতে এর আগে সকালে আধা ঘণ্টা বন্ধ রাখা হয় ইন্টারনেট।
** প্রশ্নফাঁস এড়াতে পরীক্ষার দিন ইন্টারনেটে ধীরগতি
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
পিএম/আরবি/