ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭২ ঘণ্টায় ৪০ লাখ আইফোন বিক্রি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
৭২ ঘণ্টায় ৪০ লাখ আইফোন বিক্রি!

এখন বিশ্বে সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া পণ্যটি হচ্ছে আইফোন ৪এস। ১৪ অক্টোবর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে আইফোন ৪এস।

এরই মধ্যে জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্রে এ স্মার্টফোন একের পর এক সব বিক্রির রেকর্ড ভেঙে ফেলছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপল সূত্র জানিয়েছে, অনলাইনে আইফোন ৪এস প্রিঅর্ডার শুরু হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লাখ আবেদন জমা পড়ে। এর আগের রেকর্ডটি গড়েছিল আইফোন৪। ২৪ ঘণ্টায় আইফোন৪ এর আবেদন জমা পড়েছিল ৬ লাখ।

আইফোন ৪এস অবমুক্ত হওয়ার মাত্র একদিন পরেই এ পণ্যের স্বপ্নদ্রষ্টা স্টিভ জবস পৃথিবী ছেড়ে চলে যান। থমকে যায় আইফোন ৪এস বিক্রি প্রক্রিয়া। অনেক ভক্তই ভেবেছিল অ্যাপল আপাতত আইফোন ৪এস বিক্রি বন্ধ রাখবে।

কিন্তু ‘সিরি’ নামের ভয়েস কমান্ড সফটওয়্যার গুণে ঘোষণার মাত্র তিন দিন পর ৭ অক্টোবরেই আইফোন ৪এস বিক্রির রেকর্ড ছাড়িয়ে যায়। এরই মধ্যে আইফোনের আধুনিকায়নে উন্মোচিত আইওএস৫ এর (মোবাইল অপারেটিং সিস্টেম) ২ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়ে গেছে। এ জন্য সময় ব্যয় হয়েছে মাত্র পাঁচ দিন।

অন্যদিকে সদ্য উন্মোচিত বিনামূল্যের অ্যাপল ক্লাউড সেবা উপভোগে ২ কোটি ভক্ত নিবন্ধিত হয়েছে। এ ২৮ অক্টোবরের মধ্যে ২২টি দেশে আইফোন ৪এস সহজলভ্য হবে। আর এ বছরের শেষভাগের মধ্যেই বিশ্বের ৭০টি দেশে পাওয়া যাবে এ রেকর্ড সৃষ্টিকারী পণ্য।

বাংলাদেশ সময় ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।