ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রি ইন্টারনেট সেবা পাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
ফ্রি ইন্টারনেট সেবা পাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: দেশের সবক’টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, সার্বিক দিক বিবেচনা করে পর্যায়ক্রমে বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোকে এ সেবার আওতায় আনা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।