ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
গোপালগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গোপালগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

গোপালগঞ্জ: ‘৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে  গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

রোববার (১ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলা আয়োজন করা হয়েছে।  

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন।


 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জলিল।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি স্টল বসেছে। এসব স্টলে বিজ্ঞান বিষয়ে নানা প্রকল্প উপস্থাপন করা হয়েছে।  

মঙ্গলবার বিকেলে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।