ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘সোনার টুকরা ছেলে-মেয়েরা স্যাটেলাইট পরিচালনা করবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ১৫, ২০১৮
‘সোনার টুকরা ছেলে-মেয়েরা স্যাটেলাইট পরিচালনা করবে’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: মহাকাশে উৎক্ষেপিত স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য বাংলাদেশের ছেলে-মেয়েরা যোগ্যতা অর্জন করেছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তাদের সবার বয়স ৩০ বছরের নিচে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গত ১২ মে যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপিত হওয়া উপলক্ষে মঙ্গলবার (১৫ মে) রাজধানীর হাতিরঝিলে আতশবাজির অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী একথা জানান।  
 
মোস্তাফা জব্বার বলেন, আমাদের অনেকেই একথা বলেছেন- আমরা মহাকাশ বিদ্যা না নিয়ে কেমন করে আমাদের জাতিকে সামনে নিয়ে যেতে পারবো, আমরা কেমন করে স্যাটেলাইট নিয়ন্ত্রণ করবো, পরিচালনা করবো?
 
‘আজকে আমি গর্বের সঙ্গে বলতে চাই, আমরা এই প্রকল্পের অধীনে গাজীপুর ও বেতবুনিয়ায় আমাদের যে ছেলে-মেয়েদের দিয়েছি তাদের বয়স ৩০ বছরের নিচে।

তাদের প্রশিক্ষণ দিয়ে এমন একটা জায়গায় আনতে পেরেছি… আমি নিজে কথা বলেছি তাদের প্রশিক্ষক তিনজন ফরাসীর সঙ্গে, এই ফরাসীরা বলেছেন, তোমরা আমাকে তিনবছর পরিচালনা করার জন্য রেখেছো, আমি তোমাকে বলতে পারি, তোমার ছেলে-মেয়েরা এখনই এই স্যাটেলাইট নিয়ন্ত্রণ করার এবং পরিচালনা করার যোগ্যতা অর্জন করেছে। ’
 
মন্ত্রীর এই বক্তব্যের পর উপস্থিত জনতা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
 
স্যাটেলাইট পরিচালনাকারীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, আমাদের এই সোনার টুকরা ছেলে-মেয়েদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা, পুরো দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, আমাদের আজকের এইদিন স্মরণীয় হয়ে থাকুক। আজকে সারা বাংলাদেশের মানুষ উদযাপন করছে।
 
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে এদিন হাতিরঝিল ছাড়াও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির আয়োজন করা হয়। সারাদেশেও এমন আয়োজন ছিল।
 
হাতিরঝিলের অনুষ্ঠানে মন্ত্রী জানান, স্যাটেলাইট আকাশে যাবার পরে, আমাদের প্রতিমন্ত্রী যেটা বলেছেন, আমরা খবর পেয়েছি এখন এটি ৩৬ হাজার কিলোমিটার উপরে আকাশে পাখা মেলে পাখির মতো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আসুন তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, বাংলাদেশ স্যাটেলাইটের সদস্য হিসেবে আমাদের আগামী দিনকে  সমৃদ্ধ করবে, সেই প্রত্যাশা করি।
 
‘১৯৯৭ সালে সফটওয়্যার রফতানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছিল, সেই কমিটির সদস্য হিসেবে আমরা স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশ একটি স্যাটেলাইটের মালিক হতে পারে না?’
 
তিনি বলেন, আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করেছি সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা কমিশনে যায়, জাপান সরকার সহযোগিতার আশ্বাস দেয়। কিন্তু ১৯৯৮ সালে বিএনপি সরকার প্রকল্পটি বাতিল করে দেয়।  

‘আমাদের ২৩ বছর আগে স্বাধীন হওয়া ভারত ও পাকিস্তান বাংলাদেশ থেকে পিছিয়ে আছে। এই অর্জন শেখ হাসিনার, এই অর্জন জনগণের। ’
 
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, মে ১৬, ২০১৮ 
এমআইএইচ/এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।