ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উদ্বোধন হলো স্যামসাং মোবাইলের ওয়েবসাইট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
উদ্বোধন হলো স্যামসাং মোবাইলের ওয়েবসাইট উদ্বোধন হলো স্যামসাং মোবাইলের ওয়েবসাইট

ঢাকা: স্যামসাং মোবাইলের বাংলাদেশি গ্রাহকদের অনলাইন সেবাদানের লক্ষ্যে www.excelestore.com.bd নামে নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) গুলশানে এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের নিজস্ব কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

এক্সেল টেলিকমের ব্যাবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি) অয়েবসাইটটির উদ্বোধন করেন।

 

লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান (সিআইপি) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকম ও স্যামসাং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড স্যামসাংয়ের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর।

অনুষ্ঠানে জানানো হয়, এটি হবে একটি ডেডিকেটেড eCommerce সাইট। স্যামসাং মোবাইল ব্যবসার ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এ ওয়েবসাইটটির উদ্বোধন করা হলো। এই সাইটে সবার অরিজিনাল স্যামসাং মোবাইল ও এক্সেসরিজ অনলাইনে ক্রয় করা যাবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।