আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠতিব্য এশিয়ার অন্যতম বৃহৎ আয়োজন ‘ই-এশিয়া২০১১’ পর্বের স্পন্সর চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তি সই অনুষ্ঠানে গণমানুষের জীবনমান উন্নয়নে তথ্যপ্রযুক্তরি সার্বিক ব্যবহারে মাধ্যমে সরকারের নানা উদ্যোগের বিষয়টি উঠে আসে।
ঢাকায় বাংলাদশে কমপিউটার কাউন্সলিরে সভায় ১ নভম্বের মঙ্গলবার অনুষ্ঠানের প্ল্যাটিনাম স্পন্সর গ্রামীণফোন আইটির সঙ্গে ই-এশিয়া২০১১ নির্বাহী কমিটির চুক্তি সই হয়।
বিসিসির সচিব মোহাম্মদ এনামুল কবীর এবং গ্রামীণফোন আইটির ভারপ্রাপ্ত সিইও ক্রিস্টি টোয়াইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ অনুষ্ঠানে বিসিসিরি নির্বাহী পরিচালক ড. জ্ঞানন্দ্রে নাথ বিশ্বাস, আইসিটি মন্ত্রণালয়ের পরার্মশক মুনির হাসান, ই-এশিয়া২০১১ সেক্রেটারিয়েটের দল প্রধান লুসা মির্জা, গ্রামীণফোন আইটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রনি রিয়াদ উপস্থিত ছিলেন।
আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মলেন কেন্দ্রে ই-এশিয়া সম্মেলন ও প্রর্দশনী অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তিন দিনব্যাপী এ বৃহৎ আয়োজন নিয়ে সব ধরনের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত হয়ে এসেছে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১১