ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে হজ

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১
ইউটিউবে হজ

এবার ইউটিউবে পবিত্র হজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ৫ নভেম্বর শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা থেকে এবারের হজের সরাসরি সম্প্রচার শুরু হয়।

সূত্র এ তথ্য জানিয়েছে।

ইউটিউব সূত্র জানিয়েছে, সৌদিআরবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় মক্কা থেকে তারা এবারের হজ সরাসরি সম্প্রচার করছে। এর আগে ঈদুল ফিতরের নামাজও মক্কা থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

আগ্রহীরা (youtube.com/hajjlive) এবং (www.youtube.com/MakkahLive) সাইটে ইন্টারনেট ব্যবহারকারী যে কেউ সরাসরি হজের কার্যক্রম উপভোগ করতে পারবেন। তবে ইন্টারনেটের গতির কারণে অনেকেই সাময়িক এ হজ সম্প্রচার নাও দেখতে পারেন।

ইউটিউবের এ ব্যতিক্রমী উদ্যোগে মুসলিম বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে ২৫ হাজারের বেশি ব্যবহারকারী ইউটিউবের এ দুটি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। এ উদ্যোগকে ৪ হাজারের বেশি দর্শক ‘লাইক’ ভোট দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।