এ নভেম্বরেই জিমেইলের সব ধরনের ব্যবহারিক সুবিধা হারাচ্ছে ব্লাকবেরি। স্মার্টফোনের জন্য গুগলের তৈরি অ্যানড্রইড অপারেটিং সিস্টেমকে অপরিহার্য করে তুলতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিসার্চ ইন মোশনের (রিম) তৈরি ব্ল্যাকবেরি সেটে আগামী ২২ নভেম্বর থেকে জিমেইলের সব ধরনের অ্যাপলিকেশন ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। অর্থাৎ ব্লাকবেরি সেটগুলোতে আর জিমেইল ব্যবহার করা যাবে না।
গুগল সূত্র জানিয়েছে, অ্যানড্রইড সিস্টেমকে আরও জনপ্রিয় করতে জিমেইলের সব ধরনের অ্যাপলিকেশনকে ব্লাকবেরি অনুপযোগী করার এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্লাকবেরিতে অ্যানড্রইড সিস্টেম ইন্সটল করলে জিমেইলের অব্যাহত সব কারিগরি সুবিধা পাওয়া যাবে কি না তা এখনও অনিশ্চিত হয়ে আছে।
বাংলাদেশ সময় ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১