ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খিলগাঁও এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের নম্বর পরিবর্তন হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
খিলগাঁও এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের নম্বর পরিবর্তন হচ্ছে বিটিসিএল

ঢাকা: কারিগরি কারণে রাজধানীর খিলগাঁও টেলিফোন এক্সচেঞ্জের ‘৭২৫’ গ্রুপের টেলিফোনগুলো আগামী ১৭ ডিসেম্বর (সোমবার) থেকে পর্যায়ক্রমে ‘৪৭২১’ গ্রুপের আট ডিজিটের নম্বরে রূপান্তর কাজ শুরু হবে।

বিটিসিএল’র জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ মঙ্গলবার (১১ ডিসেম্বর) জানান, গ্রাহকদের প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোনে পরিবর্তীত নম্বর জানানো হবে।  

এছাড়া নম্বর পরিবর্তন সম্পর্কে জানতে গ্রাহকদেরকে বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’ তে অথবা অফিস চলাকালে ০২-৫৫১২০০১০ এবং ০২-৪৭২১১১৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

পুরনো ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।