পাকিস্তানের কোনো মোবাইল ব্যবহারকারীর পাঠানো বার্তায় যদি কোনো কটুক্তি বা অশালীন ভাষা ব্যবহারের সত্যতা অনুসন্ধানে পাওয়া যায় তবে তার বার্তা পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সরকার ।
পাকিস্তানের টেলিনরের মুখপাত্র আনজুম নিদা রহমান জানান, এরইমেধ্য পাকিস্তান টেলিকমিউনিকেশন কতৃপক্ষ ১৫০০ টির বেশী ইংরেজি ও উর্দু শব্দ ব্লকের জন্য মোবাইল প্রতিষ্ঠানগুলোকে লিখিত নির্দেশনামা পাঠিয়েছেন।
শব্দগুলোর মধ্যে বেশীরভাগই কটুক্তি এবং যৌনতাপূর্ণ। কিন্তু বক্লকৃত শব্দগুলোর মধ্যে যিশু খ্রিষ্ট এবং হেডলাইট শব্দদুটির অন্তর্ভুক্তি অনেকের কাছেই স্পষ্ট নয়। এছাড়া চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে কর্তৃপক্ষ। মিস রহমান আরো বলেন, এটি একটি বড় বিষয়, তাই সব দিক থেকে বিবেচনা করে খুব সতর্কতার সাথে পরীক্ষা করা উচিত। চিঠিতে আরো বলা হয়েছে ১৯৯৬ সালে প্রণীত ‘ভুল, অভদ্র এবং অশ্লীল বার্তা পাঠানো বিরোধী আইন’ অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ইসলামের স্বার্থ রক্ষাত্রে বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা যাবে।
উল্লেখ্য এর আগে ইসলামিক দলগুলোর চাপে পাকিস্তান সরকার সে দেশে পর্ণো সাইট এবং অতিমাত্রায় ইসলাম বিরোধী সাইটগুলো বণ্ধ করতে বাধ্য হয়েছিল। গত বছর ইসলাম বিরোধী কিছু ঘটনার জন্য ফেসবুককেও সমায়িকভাবে বন্ধ করা হয়েছিল পাকিস্তানে।