ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্ব রেকর্ডে কল অব ডিউটি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১
বিশ্ব রেকর্ডে কল অব ডিউটি!

কল অব ডিউটি। কমপিউটার এবং ভিডিও গেম শিল্পের অন্যতম পরিচয়।

এক নামেই বিশ্ব গেমপ্রেমীদের কাছে পরিচিত। এবার গড়ল বিশ্বরেকর্ড। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

মর্ডান ওয়্যারফেয়ার৩ সিরিজের ‘কল অব ডিউটি’ মাত্র পাঁচ দিনেই ভেঙে ফেলেছে অতীতের সব গেম বিক্রির রেকর্ড। মাত্র পাঁচ দিনে ৭৭ কোটি ৫০ লাখ ডলারের পুঁজি ঘরে তুলেছে এ গেমের নির্মাতাপ্রতিষ্ঠান।

যুক্তরাজ্যের গেমগ্রুপ সূত্র জানিয়েছে, গেমশিল্পে এখন খানিকটা টিমেতাল চলছে। গত বছর এ শিল্পে প্রবৃদ্ধির মাত্রা কমেছে ৮.৬ ভাগ। ঠিক এমন অবস্থাতেই ঘুরে দাঁড়ালো কল অব ডিউটি (কড)।

এর আগে গেম শিল্পে পাঁচ দিনে ব্ল্যাক অপস ৬৫ কোটি এবং মর্ডান ওয়্যারফেয়ার২ ৫৫ কোটি ডলার ব্যবসা করে। সব মিলিয়ে গেমশিল্প আবারও একবার চাঙ্গা হয়ে উঠলো। আর তা হলো কল অব ডিউটির হাত ধরেই।

বাংলাদেশ সময় ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।