ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের ফুজিৎসু লাইফবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪.১ ইঞ্চি।
এ লাইফবুকের বৈশিষ্ট্য ইন্টেল কোরআইথ্রি ২৩৩০এম, ২.২ গিগাহার্টজ প্রসেসরযুক্ত এলএইচ৫৩১ লাইফবুকে আছে ইন্টেল এইচডি গ্রাফিকস, ৫০০জিবি হার্ডডিস্ক এবং ২জিবি ডিডিআরথ্রি র্যাম।
সাশ্রয়ী মূল্যের এ লাইফবুকে আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মবিলিটি সুবিধা।
এ ছাড়াও বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট। এগুলোর মাধ্যমে বন্ধ অবস্থাতেই লাইফবুকে চার্জ দেওয়া সম্ভব। এটি তুলনামূলক ৩০ ভাগ বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এলইডি ডিসপ্লের এ লাইফবুকের ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সর্বোচ্চ সাড়ে চার ঘণ্টা।
এ মুহূর্তে দাম ৪৯ হাজার ৫০০টাকা। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।
বাংলাদেশ সময় ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১১