অনলাইনের অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পে-পাল এমন একটি আ্যপ্লিকেশন নিয়ে এসেছে যার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বন্ধুরা এখন থেকে পরস্পরের মধ্যে অর্থ বিনিময় করতে পারবে।
আ্যপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে ‘সেন্ড মানি’।
এছাড়া লেনদেনের ক্ষেত্রে ইবে’র অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেনের কাজ চালানো যাবে। তবে যুক্তরাষ্ট্রের ফেসবুক ব্যবহারকারীদের এ জন্য বাড়তি কোন চার্জ দিতে হবে না। তিনি আরো বলেন, বন্ধু এবং পরিবারের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষে পেপালের এই অগ্রগতি।
উল্লেখ্য, পে-পাল যেদিন ফেসবুকের জন্য এমন আকর্ষনীয় সেবার ঘোষণা দিল ঠিক একই দিন স্কাইপিও ফেসবুকের জন্য ইন্টারনেট টেলিফোনির মাধ্যমে ভিডিও কল মানোন্নয়নের ঘোষণা দিয়েছে। বাজারে যখন অন্য সামাজিক মাধ্যমগুলো নিজেদেরকে জনপ্রিয় করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেখানে ফেসবুকের এসব নিত্যনতুন সেবা ভক্তদেরকে আরো বেশী ফেসবুকমুখী করবে এটাই ইঙ্গিত দিচ্ছে।