ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের সমাপনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের সমাপনী

ঢাকা: ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২ দিনব্যাপী ‘ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল- ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) থেকে মোহাম্মদপুরে ডিআরএমসি’র অডিটরিয়ামে শুরু হওয়া এ কার্নিভালে বুধবার (০৬ ফেব্রুয়ারি) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ কার্নিভালে টাইটেল স্পন্সর ছিল এনা গ্রুপ, কো-স্পন্সর ইসলামী ব্যাংক, আরএসআরএম, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ব্রোঞ্জ স্পন্সর ট্রাস্ট ব্যাংক, মিডিয়া পার্টনার চ্যানেল আই।

এবারের আইটি কার্নিভালে লাইভ ওয়েবসাইট ক্রিয়েটিং, আইটি অলিম্পিয়াড, সোলো কুইজ, টিম কুইজ, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, আইডিয়া পিচিং, গ্যাজেট গিক, কোড রেইস, পিসি গেইমিং, ভিআর গেইম, ওয়েব ডিজাইন, মোবাইল গেইমিং, প্রজেক্ট ডিসপ্লে, টেক এক্সটেম্পোর স্পিচ, রোবো সকার, টেক ড্যাড, রোবো এক্সপো, দেয়াল পত্রিকা, ফটোগ্রাফিক ওয়ার্কশপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকাসহ সারাদেশের মোট ৫০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং অনলাইনে দেশের বাইরে থেকেও অনেকে অংশ নেয়।  

আইটি অলিম্পিয়াডে সেকেন্ডারি গ্রুপে চ্যাম্পিয়ন হন সিমিন হোসেন। প্রথম রানার আপ শাহের-ই-আজম, দ্বিতীয় রানার আপ শফিউল শাদ, সোলো কুইজে সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন মো. আইডিয়া পাঠান, প্রথম রানার আপ সুমাইয়া আক্তার সীমা, দ্বিতীয় রানার আপ মো. ওমর ফারুক।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি এবং আরএসআরএম গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. শফিকুল হক। এছাড়াও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।