ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াহুর বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১
ইয়াহুর বিরুদ্ধে সিঙ্গাপুরে মামলা

সংবাদপত্রের কপিরাইট আইনে জড়িয়ে পড়েছে ইয়াহু।

সিঙ্গাপুরের ১৪টি জনপ্রিয় সংবাদপত্র এবং স্ট্রেইট টাইমসের অনলাইনসংবাদ কোনো কপিরাইট শর্ত ছাড়াই অনলাইনে প্রকাশ করায় সিঙ্গাপুর প্রেস হোল্ডিংস ইয়াহুর বিরুদ্ধে মামলা করেছে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুর প্রেস হোল্ডিংসের (এসপিএইচ) মুখপাত্র চিন সূ ফ্যাং জানান, গত এক বছরে ইয়াহু এসপিএইচ এর কপিরাইট অনুমতি ছাড়াই ২৩টির বেশি নিবন্ধ প্রকাশ করেছে।

ইয়াহুর দক্ষিণ এশিয়া সূত্র এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অবস্থান নেয়নি।

ইয়াহু দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা সম্পাদক অ্যালান সুন জানান, এ অভিযোগ ইয়াহু আইনিভাবেই লড়বে। এ বিষয়ে এসপিএইচ স্বপ্রণোদিত হয়ে সিঙ্গাপুরের উচ্চআদালতে এ মামলা দায়ের করেছে।

এর আগেও ইয়াহু কপিরাইট মামলায় অভিযুক্ত হয়েছিল। সব মিলিয়ে এবার ইয়াহুর পরিস্থিতিটা বেশ জটিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময় ১৭০৪ ঘন্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।