ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-এশিয়ার প্রাক সেমিনার

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১
ই-এশিয়ার প্রাক সেমিনার

‘ই-এশিয়া’ ২০১১ উপলক্ষে মূল সম্মেলনের আগে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বেসিসে প্রাক সেমিনার অনুষ্ঠিত হবে। এ প্রাক সম্মেলনে ৫টি আলাদা বিষয়ের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সেমিনারগুলোতে ‘ই-এশিয়া’ ইভেন্টে বক্তা হিসেবে আমন্ত্রিত আন্তর্জাতিক খ্যাতিমান আইটি বিশেষজ্ঞরা সরাসরি সেমিনারে অংশগ্রহণ করবেন।

এ সব সেমিনারের মধ্যে আগামী ৩০ নভেম্বর ফ্রিল্যান্সিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এ সেমিনারে ফ্রিল্যান্সিংয়ে বিখ্যাত অনলাইন প্ল্যাটফরম ওডেস্ক করপোরেশনের সহসভাপতি ম্যাট কুপার বক্তব্য রাখবেন।

বাংলাদেশে বেসিস আয়োজিত এ সব প্রাক সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীদের (event.basis.org.bd) এ সাইটে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।