যুক্তরাজ্যে হিউলেট প্যাকার্ড (এইচপি) এখন জনপ্রিয়তার তুঙ্গে। গত ১০ মাসে এইচপি টাচপ্যাডের বিক্রি অ্যাপল আইপ্যাডকেও হার মানিয়েছে।
গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু যুক্তরাজ্যে ১২ লাখ টাচপ্যাড বিক্রি হয়েছে। এ বছরের তৃতীয় প্রান্তীকে অ্যাপল একাই ১ কোটিরও বেশি ট্যাবলেট বিক্রি করেছে। যুক্তরাজ্যে বাজারের হিসাবে এটি ১৭ ভাগ।
এ ছাড়াও ১৬ ভাগ বাজার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ‘গ্যালাক্সি’ ট্যাবলেট। তাওয়ানের আসুস ট্যাবলেট ১০ ভাগ, মটোরোলার জুম ট্যাবলেট এবং তাওয়ানের অ্যাসার ৯ ভাগ বাজার আধিপত্য নিয়ে ট্যাবলেট তালিকার শীর্ষে তিনে অবস্থান করছে।
গত ১৮ আগস্ট পর্যন্ত এইচপি টাচপ্যাডের বিক্রির পরিমাণ ছিল হতাশাজনক। হঠাৎ করেই এইচপি ট্যাবলেটের দাম ৪৯৯ ডলার থেকে কমিয়ে শুধু ৯৯ ডলার করলে এটি বিক্রির শীর্ষে চলে আসে।
এনপিডির সহসভাপতি স্টিফেন বেকার জানান, ৭৬ শতাংশ ক্রেতা এখন আইপ্যাডের তুলনায় অন্য ধারার পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। বাজারে জনপ্রিয়তা আর বিক্রির তুলনায় এইচপির টাচপ্যাড শীর্ষে এসেছে বলে এনডিপি গবেষণা সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১১