ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভয়াবহ পরিণতি বয়ে আনবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ভয়াবহ পরিণতি বয়ে আনবে’

ঢাকা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানুষের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন চেঞ্জ মেকার সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তামজিদ উর রহমান।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে রাজধানীর প্রেসক্লাবে চেঞ্জ মেকার সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের উদ্যোগে ও ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজের সহায়তায় আয়োজিত ‘ক্যাম্পেইন টু স্টপ কিলার রোবট’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।  

সৈয়দ তামজিদ উর রহমান বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিয়ে ভয়ংকর খেলা করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।

এটা উদ্বেগের বিষয়। বর্তমানে ভারত, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরসহ অনেক দেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে বিনিয়োগ করছে। আমরা এটা চাই না, এর পরিণতি মানব জাতির জন্য হবে ভয়াবহ। এজন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো যে, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের পরবর্তী অধিবেশনে যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিষিদ্ধ করার দাবি তুলে ধরা হয়।  

তিনি আরও বলেন, কাকে, কখন হত্যা করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে তা করা যাবে। যারা সেটি নিয়ন্ত্রণ করবে, তারা যাকে ইচ্ছে তাকেই হত্যা করতে পারবে।  

সেমিনারে বক্তারা বলেন, আগামী দিনে রোবট হবে মানুষ হত্যার যন্ত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নিজে নিজে যুদ্ধ পরিচালনার জায়গায় চলে গেছে। মানুষের সহায়তা ছাড়াই রোবট মানুষ হত্যা করতে পারবে। জাতিসংঘের মাধ্যমে আমরা তুলে ধরবো, যাতে এ ধরনের খেলা বন্ধ করা হয়।  

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, আবুল কাশেম খান ও শাহেদুল আনাম খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।