বাংলাদেশ কমপিউটার কাউন্সিল এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) বিশেষ চুক্তি সই করেছে। ডিজিটাল বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কমপিউটার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিসিসি এবং স্মার্ট টেকনোলজিস একত্রে কাজ করবে।
‘এক্সপানশন অব আইসিটি ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউট’ প্রোগ্রামের আওতায় দেশব্যাপী ৬৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কমপিউটার পণ্য সরবরাহ করবে স্মার্ট টেকনোলজিস বিডি।
বাংলাদেশ কমপিউটার কাউন্সিল অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহি পরিচালক ড. জ্ঞানেদ্র নাথ বিশ্বাস, উপপরিচালক এসএকে আজাদ, স্মার্ট টেকনোলজিস বিডির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক আবুল বাশার মোহাম্মদ এবং অ্যাসারের কান্ট্রি ম্যানেজার শেখর কর্মকার।
বাংলাদেশ সময় ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১১