ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩২ হাজারে অল-ইন ওয়ান পিসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১
৩২ হাজারে অল-ইন ওয়ান পিসি

বিখ্যাত আসুস ‘ইটি১৬১১পিইউটি’ মডেলের টাচস্ক্রিন ফাংশনের অলইন ওয়ান পিসি এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের স্পর্শক পর্দা থাকায় পিসির সবগুলো ফাংশন এবং অ্যাপলিকেশনগুলো আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। পিসির সবগুলো কম্পোনেন্টই এ টাচস্ক্রিন এলইডি প্যানেলটির সঙ্গে বিল্টইন।

এ পিসিতে আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম প্রসেসর, ২জিবি ডিডিআর৩ র‌্যাম, ২৫০জিবি হার্ডডিস্ক, অনবোর্ড গ্রাফিকস এবং বিল্টইন স্পিকার। আর যোগাযোগে আছে গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, ৪টি ইউএসবি ২.০ পোর্ট, ভিজিএ পোর্ট, কম পোর্ট, ইউএসবি মাউস এবং কিবোর্ড।

মার্কারিমুক্ত এলইডি প্যানেল এবং বিদ্যুৎসাশ্রয়ী অ্যাটম প্রসেসর থাকায় এ পণ্যটি পরিবেশবান্ধব। এ মুহূর্তে দাম ৩২ হাজার টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৯১৫৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।